উচ্চ মাধ্যমিক পাশ করা প্রত্যেক শিক্ষার্থীর স্বপ্নের বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছে প্রধান লক্ষ্যই থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। আজকের এই পোস্টে জানবো ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট আসন সংখ্যা কতটি রয়েছে।
শুরুতে জেনে নেই, খ ইউনিট আসলে কাদের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে শুধু মানবিকের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবে। এই ইউনিটে পরীক্ষা দিয়ে আইন অনুষদ, কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদসহ আরো কয়েকটি অনুষদ ও ইন্সটিটিউটের বিষয়ে ভর্তি হতে পারবে। খ ইউনিটে অন্তর্ভুক্ত অনুষদ ৫ টি এবং ইন্সটিটিউট সংখ্যাও ৫ টি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে অন্তর্ভুক্ত অনুষদসমুহ হচ্ছে–
- আইন অনুষদ
- কলা অনুষদ
- সামাজিক বিজ্ঞান অনুষদ
- আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ
- জীববিজ্ঞান অনুষদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে অন্তর্ভুক্ত ইন্সটিটিউটসমূহ হচ্ছে–
- শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট
- সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট
- আধুনিক ভাষা শিক্ষা ইন্সটিটিউট
- স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট
- ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ
খ ইউনিটের জীববিজ্ঞান অনুষদে মানবিকের শিক্ষার্থীরা শুধু মনোবিজ্ঞান বিষয়টি নিয়ে পারবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট আসন সংখ্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ২০২১-২০২২ শিক্ষাবর্ষ অনুযায়ী মোট আসন ছিল ১,৭৮৮ টি। তবে সার্কুলারে কোন বিষয়ে কয়টি করে আসন বরাদ্দ আছে সেটা উল্লেখ করা হয়নি। খ ইউনিটে মোট বিষয় রয়েছে ৪৪ টি। নিচের ছকে সাবজেক্টগুলোর তালিকা দেওয়া হল–
ক্রমিক | বিষয় |
---|---|
০১ | ইংরেজি |
০২ | বাংলা |
০৩ | দর্শন |
০৪ | আরবি |
০৫ | উর্দু |
০৬ | ইতিহাস |
০৭ | সংস্কৃত |
০৮ | ইসলামিক স্টাডিজ |
০৯ | পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ |
১০ | ফারসি ভাষা ও সাহিত্য |
১১ | বিশ্ব ধর্ম ও সংস্কৃতি |
১২ | ভাষাবিজ্ঞান |
১৩ | নৃত্যকলা |
১৪ | সংগীত |
১৫ | থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ |
১৬ | তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা |
১৭ | ইসলামের ইতিহাস ও সংস্কৃতি |
১৮ | গণযোগাযোগ ও সাংবাদিকতা |
১৯ | সমাজ বিজ্ঞান |
২০ | পপুলেশন সায়েন্সেস |
২১ | নৃবিজ্ঞান |
২২ | অর্থনীতি |
২৩ | লোক প্রশাসন |
২৪ | রাষ্ট্রবিজ্ঞান |
২৫ | টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি |
২৬ | উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ |
২৭ | জাপানিজ স্টাডিজ |
২৮ | কমিউনিকেশন ডিজঅর্ডারস |
২৯ | ক্রিমিনোলজি |
৩০ | শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন |
৩১ | প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ |
৩২ | উন্নয়ন অধ্যয়ন |
৩৩ | আইন |
৩৪ | ভূগোল ও পরিবেশ |
৩৫ | মনোবিজ্ঞান |
৩৬ | সমাজকল্যাণ |
৩৭ | স্বাস্থ্য অর্থনীতি |
৩৮ | শিক্ষা ও গবেষণা |
৩৯ | ডিজাস্টার ম্যানেজমেন্ট |
৪০ | ইংরেজি ভাষা ও অন্যান্য |
৪১ | ফ্রেঞ্চ ভাষা ও সংস্কৃতি |
৪২ | জাপানি ভাষা ও সংস্কৃতি |
৪৩ | চাইনিজ ভাষা ও সংস্কৃতি |
৪৪ | আন্তর্জাতিক সম্পর্ক |
আরো পড়ো
- ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট আসন সংখ্যা
- ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট আসন সংখ্যা
- ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট আসন সংখ্যা
- ঢাকা বিশ্ববিদ্যালয় চ ইউনিট আসন সংখ্যা
যদিও পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটের সিট সংখ্যা ২,৩৭৮ টি ছিল। কিন্তু ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের আসন সংখ্যা কমানোর সীদ্ধান্ত নেয়। যার কারণে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে সিট সংখ্যা ১,৭৭৮ টি।